Saturday, February 2, 2013

National University Admission Test Result (3rd) & Relies Slip.

National University Admission Result (3rd) 
Relies Slip.
Click Here.
 Result                       Relies Slip & Admission From
ফলাফল ও রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশ
০২/০২/২০১৩
  1. ০৩/০২/২০১৩ তারিখ বেলা ২.০০ ঘটিকা হতে ভর্তি ফরম ও রিলিজ স্লিপের আবেদন ফরম পাওয়া যাবে
  2. তৃতীয় মেধা তালিকায় মনোনীত (নতুন ও পরিবর্তিত বিষয়) ছাত্র/ছাত্রীদের ০৭/০২/১৩ তারিখের মধ্যে স্ব স্ব কলেজে ভর্তি হতে হবে
  3. ১০/০২/২০১২ তারিখ পর্যন্ত রিলিজ স্লিপের আবেদন করতে পারবে
  4. সকল পাসকৃত ছাত্র/ছাত্রী রিলিজ স্লিপ নিতে পারবে । তবে ইতোমধ্যেই ভর্তি হয়ে থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধমে ভর্তি বাতিল করে রিলিজ স্লিপ নিতে হবে। সেক্ষেত্রে ৭/২/২০১৩ এর মধ্যে ভর্তি বাতিল করতে হবে । যারা প্রথমবারের মতো তৃতীয় মেধা তালিকায় বিষয় পেয়েছে তারা রিলিজ স্লিপ নিতে পারবে । কিন্তু সেক্ষেত্রে তার মনোনীত বিষয় বাতিল হয়ে যাবে।
  5. ০৪/০২/২০১৩ তারিখ রাত ১০.০০ ঘটিকায় কোটায় আবেদনকৃত ছাত্র/ছাত্রীদের বিভাগ মনোনয়ন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে
  6. ক্লাশ শুরু সংক্রান্ত নোটিশ


    ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেনীতে ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল কলেজে আগামী ১৬ই ফেব্রুয়ারী ২০১৩ তারিখে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ক্লাশ শুরু হবে। সকল কলেজ কর্তৃপক্ষকে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে।

    রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশ                 
    শিক্ষার্থীরা রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদনের সময় শিক্ষার্থীকে ন্যূনতম তিনটি সর্বোচ্চ পাঁচটি কলেজ ক্রমানুসারে নির্বাচন করতে হবে এবং সে প্রতি কলেজের জন্য সর্বোচ্চ পাঁচটি করে বিষয়ের পছন্দক্রম দিতে পারবে।

    উল্লেখ্য যে, ১ম ২য় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রত্যাহার করে পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কোন কলেজে ভর্তির সুযোগ নিতে পারবে। তবে সেক্ষেত্রে ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের সম্মতিপত্রসহ তা ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিয়য়ক বরাবর আবেদন করতে হব


     
 

No comments:

Post a Comment